অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে এবার ২৫৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

0
.

চট্টগ্রামে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায় । চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এসব ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী (প্রাক্তন খতিব ঢাকা হাই কোর্ট মাজার জামে মসজিদ ও মুহাদ্দিছ জামেয়া আহমদিয়া ছুন্নীয়া আলিয়া মাদ্রাসা, চট্টগ্রাম) এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্’র সিনিয়র পেশ ইমাম হযরতুল আলামা আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী।

এছাড়া নগরী জুড়ে এবার ২৫৩টি স্থানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহানগরীর ৪১ ওয়ার্ডের সিটি কর্পোরেশনের তত্বাবধায়নের ১৬১টি স্থানে এবং চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে ৯২ স্থানে ঈদ জামাতের আয়োজন করেছে । পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে ঈদ জামাতের সময় সূচি জানানো হয়েছে।

এতে বলা হয়, নগরীর বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত হবে সকাল ৮ টায়। নগরীর লালদীঘি শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ১০ মিনিটে। জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সকাল ৮টা ১৫ মিনিটে।

এ ছাড়া নগরীতে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে-হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ ময়দান, চকবাজার সিটি কর্পোরেশনের জামে মসজিদে, মা আয়েশা সিদ্দিকা চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে কাউন্সিলরগণের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত ও অন্যান্য ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নগর জুড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে সর্বমোট ১৬১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর নামাজের প্রধান জামাত নগরীর এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সে দিন বৃষ্টি হলে মাঠ-সংলগ্ন জিমনেশিয়াম হলে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হযরতুল আল্লাম সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। কমিটির অন্তর্ভুক্ত ৯২টি আঞ্চলিক ঈদগাহ কেন্দ্রগুলো ঈদুল ফিতরের নামাজ স্থানীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে অনুষ্ঠিত হবে।