অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চীনে ভূমিধসে শতাধিক মানুষ নিখোঁজ

3
.

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসে ঘরবাড়ি চাপা পড়ে শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

আজ শনিবার ভোর প্রায় ৬টার দিকে পর্বতের একটি অংশ ধসে শিনমো গ্রামে পড়ে, এতে গ্রামটির প্রায় ৪০টি বাড়ি ধ্বংস হয়ে যায় বলে জানিয়েছে মাওশিয়ান কাউন্টির স্থানীয় সরকার, খবর বিবিসি, সিবিসি নিউজের।

পর্বতের ধসে পড়া মাটি ও পাথরে একটি নদীর দুই কিলোমিটারের মতো অংশ বন্ধ হয়ে যায় বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে সিনহুয়া।

ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসের এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিখোঁজ লোকজনের অবস্থান শনাক্ত করতে ও তাদের উদ্ধার করতে একটি তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
চীনের পিপলস ডেইলি সংবাদপত্রে প্রকাশিত ছবিতে কয়েকটি বুলডোজার দিয়ে মাটি ও বড় বড় বোল্ডার সরানোর চেষ্টা করতে দেখা গেছে।

সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযানে পুলিশসহ ৪০০ উদ্ধারকারী নিয়োজিত রয়েছে।

চলতি বছরের ২২ জানুয়ারি দেশটির হুবেই প্রদেশে অপর এক ভূমিধসের ঘটনায় একটি পর্বতের পাদদেশের একটি হোটেল ভবন ৩০০০ ঘনমিটার মাটি ও পাথরের নিচে চাপা পড়ে ১২ জন নিহত হয়েছিল।

৩ মন্তব্য
  1. Jack বলেছেন

    Wouⅼd Turning into A Freelance Paralegal Be А Ԍood
    Opton For You?

  2. garotas de programa de bh বলেছেন

    Forte Teatro – Sesc Palladium (1 321 lugares).