অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

‘মায়ের টাকা নেই তো, তাই আমরা গরীব’

1
.

চট্টগ্রামের বোয়ালখালীতে মায়ের সাথে একটি সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঈদের কাপড় নিতে এসেছে ৮ বছর বয়সী মো. মোস্তফা।

বাবা বিদেশে কাজ করতে গিয়ে মারা গেছে জানিয়ে মোস্তফা কানের কাছে ফিসফিস করে বলে, ‘আমার মায়ের টাকা নেই তো, তাই আমরা গরীব।’ সে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের মরহুম ঈসমাইলের সন্তান। এ নূর ব্লসম স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে মো. মোস্তফা।

.

শনিবার (২৪ জুন) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জাগো বোয়ালখালী নামের একটি সামাজিক সংগঠন শতাধিক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মোহাম্মদ শাহিনের সভাপতিত্বে ও রনি বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বোয়ালখালী নিউজ ডট কম এর সম্পাদক আবুল ফজল বাবুল, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি অধীর বড়ুয়া, সাংবাদিক রাজু দে, দেবাশীষ বড়ুয়া রাজু, উৎপল বড়ুয়া, সংগঠনের কর্মকর্তা জয়নাল আবেদীন বাবুল, বোয়ালখালীর কল্যাণে আমরা এর সভাপতি মো. ইফতুল বাপ্পী ও সমানুপাতিক যুব ফোরাম বোয়ালখালী এর সভাপতি শহীদুল ইসলাম সাকিব।

১ টি মন্তব্য
  1. Abdul Gafur বলেছেন

    pay zakat fitra,do not worry we are with you aameen