অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডের আকিলপুরে বেড়িবাঁধ ভাঙ্গা নিঃস্ব মানুষের লায়ন্স ক্লাব বিতরণ

0
.

সীতাকুণ্ডের উপজেলাধীন আকিলপুরের বেড়িবাঁধ ভাঙ্গা নিঃস মানুষদের মাঝে লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড এর ৬০ হাজার টাকা অনুদান  দেয়া হয়েছে।

আজ শনিবার নব গঠিত লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড এর পক্ষ হতে বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আকিলপুরের বেড়িবাঁধ ভাঙ্গা নিঃস্ব, গৃহহীন ৬০ পরিবারের মধ্য ৬০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়।

.

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড এর সিনিয়র সহসভাপতি লায়ন নুরুল আবছার চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন মো.গিয়াস উদ্দিন, কুমির রোজ গার্ডেন একাডেমীর সভাপতি খোরশেদ আলম।

অনুদান বিতরণকালে বেড়িবাঁধ ভাঙ্গা নিঃস্ব, গৃহহীন মানুষ দাবী করেন “আমরা অনুদান চাইনা বেড়িবাঁধ চাই”।

উল্লেখ্য ঘূর্ণীঝড় রোয়ানো এবং মোরার আঘাতে বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আকিলপুরের কয়েক কি.মি. বেড়িবাঁধ সাগর গর্ভে বিলিন হয়ে গিয়েছে। বেড়িবাঁধ ভাঙ্গা নিঃস গৃহহীন ৬০ পরিবারের মানবিক সাহায্য একান্ত জরুরী।

লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড সাধারণ সম্পাদক লায়ন মো.গিয়াস উদ্দিন বলেন, সীতাকুণ্ড উপজেলাধীন বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর গ্রামের পরিবারগুলোর অবর্ণনীয় দুর্দশা দেখার মতো কেঊ আছে বলে মনে হয়না। জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় সাম্প্রতিক ঘুর্ণিঝড় তাদের বাড়িঘর তচনচ করে দিয়েছে। ঝুপড়ি বেঁধে কোনপ্রকারে মানবেতর জীবন যাপন করছে। প্রতিদিন জোয়ারের পানি ঢুকার কারনে ফসলী জমি অনাবাদী পড়ে আছে। দিনে দুবেলা খাবার জোটে না। ঈদ তাদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসবেনা, আসবে অবুঝ শিশুদের আহাজারি ও ক্রন্দনের দুঃসংবাদ নিয়ে। এখন যা প্রয়োজন তা হচ্ছে জরুরি ত্রাণসামগ্রী, পুনর্বাসন ও বেড়িবাঁধ সংস্কার।