অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে জগদানন্দ মিশনে’র বর্ণাঢ্য রথযাত্রা

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বোয়ালখালী উপজেলার কধুরখীল জগদানন্দ মিশনের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব মহাসমারোহে পালিত হয়েছে। এ উপলক্ষে ২৫ জুন রবিবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে শুরু হয়।

দুপুরে জগদানন্দ মিশন থেকে এক বর্ণাঢ্য রথ শোভাযাত্রা উপজেলার কধুরখীল মিলন মন্দির হয়ে পৌরসদর প্রদক্ষিণ করে পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দিরে শেষ হয়।

রথযাত্রাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ সালাহ উদ্দীন চৌধুরী, অফিসার ইনচার্জ তদন্ত মাহবুবুল আলম আখন্দ, এস আই খলিলুর রহমান, আবু বক্কর সিদ্দিক, দেলোয়ার হোসেন, মনিতোষ চাকমা, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক স্বপন শীল, বর্তমান সাধারণ সম্পাদক লিটন শীল,অর্থ সম্পাদক বিধান মোহরের,মিশন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, গিরিজা শংকর রায় চৌধুরী ফুলু।

এতে হাজারো ভক্ত-দর্শনার্থী ও পূজ্যার্থীদের ঢল নামে। এর আগে রথ যাত্রার উদ্বোধন করেন জগদানন্দ মিশনের পুরোহিত প্রভাকরনন্দ ব্রহ্মচারী ও মানিক চক্রবর্তী। দশদিন পর উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।