অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অভিনেতা নাজমুল হুদা বাচ্চু আর বেঁচে নেই

4
.

প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। আজ বুধবার (২৮ জুন) ভোর ৪টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বুধবার সকালে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ অভিনেতা নাজমুল হুদা বাচ্চুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

পারিবারিক সূত্র থেকে জানা গেছে, ঈদের দু’দিন আগে শুটিং থেকে ফিরে জ্বরাক্রান্ত হন এই অভিনেতা। একইসঙ্গে রক্তচাপ মাত্রাতিরিক্ত কমে যাওয়ায় ঈদের দিন দুপুরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বেশ কিছু মেডিকেল পরীক্ষা দেন চিকিৎসক।

২৭ জুন সকালে একটি রিপোর্টে বাচ্চুর হার্টে সমস্যা ধরা পড়ে। কিছু বুঝে ওঠার আগেই দিনগত রাতের শেষভাগে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

প্রবীণ এ অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা, রানওয়ে, চন্দ্রগ্রহণ, ডাক্তার বাড়ী, বিদ্রোহী পদ্মা, শ্রাবণ মেঘের দিন, শঙ্খনীল কারাগার, সূর্য দীঘল বাড়ী, দরিয়া পাড়ের দৌলতী, সারেং বৌ। এছড়া নাটক-বিজ্ঞাপন ছাড়াও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিভিন্ন পর্বে নিয়মিত দেখা গেছে নাজমুল হুদা বাচ্চুকে।

৪ মন্তব্য
  1. Kauser Parvin বলেছেন

    ইন্নালিল্লাহ্র ওয়াইন্নারাজেউন

  2. Salim Hossain বলেছেন

    Innalilahe oyainnaelaihi rajewon.

  3. Mizanur Rahman Masud বলেছেন

    Innalillah……

  4. jahin বলেছেন

    Kub miss korci