অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খালেদা জিয়ার নেতৃত্বে অচিরেই গণতন্ত্র মুক্তি পাবে

26
.

শেখ হাসিনার গণভবনের চার দেয়ালে আবদ্ধ গণতন্ত্র বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অচিরেই মুক্ত হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি নেত্রী ব্যারিস্টার সাকিলা ফারজানা।

চট্টগ্রামের হাটহাজারীর লালিয়ারহাট বাসভবনে বিএনপি-নেতাকর্মী, পেশাজীবী ও সাংবাদিক সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।

ঈদ উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের পরিবারের সদস্যদের খবর নেন। নেতাকর্মীদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন খাবারের।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী বিএনপির সদস্য সচিব সোলায়মান মনজু, যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দিন ভুলু, এডভোকেট রেজোয়ান নুর সিদ্দিকী উজ্জ্বল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ফেরদৌস মুন্না, উপজেলা বিএনপির সদস্য রহমত উল্লাহ, হাজী হারুন চৌধুরী, গাজী মোরশেদুল আলম, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গাজী মো.ইউসুফ, হাটহাজারী যুবদলের আহ্বায়ক সাহেদুল আজম সাহেদ,চিকনদন্ডী বিএনপির সভাপতি সৈয়দ মহসীন,মির্জাপুর বিএনপির সভাপতি নুরুল বশর, কাওনাইন চৌধুরী টিপু,ধলই বিএনপির যুগ্ম আহ্বায়ক মোখসেদুর রহমান জসীম, জয়নাল আবেদিন, সৈয়দ ইকবাল, উত্তর জেলা ছাত্রদলের সাবেক নেতা আরিফুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের নুরুল হুদা সোহেল, চবি ছাত্রদলের আলম, মো.শহিদুল ইসলাম, নিউটন দত্ত, যুবদল নেতা সোহেল রানা প্রমুখ।

২৬ মন্তব্য
  1. Mizanur Rahman Masud বলেছেন

    এই আজব গুবি কথা তারা বলে কি ভাবে ! মাথায় আসেনা !!

    1. Saiful Islam Shilpi বলেছেন

      দোস্ত রাজনীতি এমনই, আওয়ামী লীগ নেতারা এর চেয়ে বেশী আজগুবি কথা বলে।

    2. Mizanur Rahman Masud বলেছেন

      Saiful Islam Shilpi হয়তো তোর কথা ঠিক দোস্ত, তবে তাইজ্জুব ব্যাপার হচ্ছে কি জানিস- আওয়ামী লীগ নেতারা তাদের আজগুবি(?) কথা গুলো বাস্তবায়ন ঘটায় আশাথিত ভাবে।

  2. Sohel Rana বলেছেন

    hmmmmm

  3. Sagar Kamal বলেছেন

    মুক্ত গনতন্ত্র গ্রেনেড মেরে বিরোধিদলের সব শীর্ষ নেতাদের একসাথে মেরে ফেলায় উদ্বুদ্ধ করে।
    তাই সীমিত গনতন্ত্রই ভাল। অন্তত যতদিন দেশে মৌলবাদ সমূলে উৎপাটিত না হয়।

    1. Saiful Islam Shilpi বলেছেন

      সরাসরি এটা বল, যতদিন আ’লীগ থাকবে ততদিন গণতন্ত্রের দরকার নাই!

    2. Sagar Kamal বলেছেন

      ঠিক, শিশু আর পাগলের হাতে ক্ষমতা ছাড়া যায়!? 😛

    3. Saiful Islam Shilpi বলেছেন

      হ্যা, ক্ষমতাতো লীগের পৈত্রিক সম্পত্তি! পৈত্রিক সম্পত্তি কি কেউ ছাড়ে..?

    4. Sagar Kamal বলেছেন

      একদিক দিয়ে পৈত্রিক তো বটেই। বিএনপিকে সেই পিতার সন্তান হতে হলে প্রথমে যোগ্য দল হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

    5. Saiful Islam Shilpi বলেছেন

      অপেক্ষা কর পৈত্রিক সম্পত্তি জনগণ পাছায় ঢুকাবে। এদেশে ক্ষমতা কেউ চীরস্থায়ী হয়নি। জনগণ তা দিবে না..

    6. Sagar Kamal বলেছেন

      জনগন বেঁচে আর কদিন খাওয়া যায়!???

    7. Saiful Islam Shilpi বলেছেন

      ঠিক বলছোস, ভোটার বিহীন, অবৈধ ক্ষমতা দখলকারীদের কাছে জনগণের কোন মূল্য নেই।

    8. Sagar Kamal বলেছেন

      হু, অবৈধ ক্ষমতা দখল দেশে কে শুরু করেছিল, বন্ধু?

    9. Saiful Islam Shilpi বলেছেন

      বিএনপি কখনো অবৈধ ক্ষমতায় দখল করেনি। দেশকে বিপদের হাত থেকে সাত্তার থেকে জিয়া ক্ষমতা নিয়ে নিয়েছিল জনগণের সমর্থন নিয়ে। ৫% ভোটে ক্ষমতা দখল করেনি।

    10. Sagar Kamal বলেছেন

      হু, শহিদ জিয়া কয় পার্সেন্ট ভোটে দখল করেছিলেন?

    11. Saiful Islam Shilpi বলেছেন

      Sagar Kamal শতভাগ জন সমর্থন ছিল।ইতিহাসের পৃষ্টা উল্টায়ে দেখ। উত্তর পাবি।

    12. Sagar Kamal বলেছেন

      যে ভোটে শতভাগ জনমর্দন নিয়ে তিনি ক্ষমতা দখল করেছিলেন, সে ভোটের সাল/তারিখ তো ইতিহাসে পেলাম না।

    13. Sagar Kamal বলেছেন

      যে ভোটে শতভাগ জনমর্দন নিয়ে তিনি ক্ষমতা দখল করেছিলেন, সে ভোটের সাল/তারিখ তো ইতিহাসে পেলাম না।

    14. Saiful Islam Shilpi বলেছেন

      Sagar Kamal আমি তোকে ভোটের কথা বলি নাই.. দেশ বাঁচাতে তখন ভোটের পরিস্থিতি ছিল না।

    15. Saiful Islam Shilpi বলেছেন

      Sagar Kamal আমি তোকে ভোটের কথা বলি নাই.. দেশ বাঁচাতে তখন ভোটের পরিস্থিতি ছিল না।

    16. Sagar Kamal বলেছেন

      তো বুঝলি কেমনে শতভাগ জনমর্দন ছিল?

    17. Sagar Kamal বলেছেন

      তো বুঝলি কেমনে শতভাগ জনমর্দন ছিল?

    18. Saiful Islam Shilpi বলেছেন

      কারণ জিয়া তখন থেকে এদেশের মানুষে জনপ্রিয় নেতা।

    19. Sagar Kamal বলেছেন

      তারমানে জনপ্রিয়তার মাপকাঠি একমাত্র ভোট না!?

    20. Saiful Islam Shilpi বলেছেন

      এটা বাকশাল না, এটা গণতান্ত্রিক দেশ। জনগণের রায়ই সব অন্য স্বপ্ন দেখে লাভ নেই, দাদারা বেশীদিন ক্ষমতায় রাখতে পারবে না। স্বপ্ন দেখা ভালো, দু:স্বপ্ন ভালো না।

    21. Sagar Kamal বলেছেন

      কেমনে এটা গনতান্ত্রিক দেশ? বুঝা। আমার মাথায় ধরে না। ম্বাধীনতার পর ৪৫ বছরে কবছর গনটন্ত্র ছিল?