অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অটোরিকশা চালক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

0

গাজীপুর জেলা প্রতিনিধিঃ

.

গাজীপুরে হায়দার আলী নামে এক অটোরিকশাচালক হত্যার দায়ে দুইভাইসহ তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

৫ জুলাই বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মামলার অপর একটি ধারায় প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার আব্দুর রহমানের ছেলে মেহেদী হাসান ওরফে বাবু, কালিয়াকৈরের জাথালিয়া এলাকার মৃত আমির হামজা ওরফে মোঃ ওমর আলীল ছেলে মোঃ আলমগীর হোসেন ও দেলোয়ার হোসেন।

রায় ঘোষণার সময় আলমগীর হোসেন ও মেহেদী হাসান ওরফে বাবু আদালতে উপস্থিত ছিলেন। দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, লালমনিরহাটের বাসিন্দা হায়দার আলী গাজীপুরের কালিয়াকৈরে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। ২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিকেলে তিনি অটোরিকশা নিয়ে হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে হায়দার আলীর বড়ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি মোঃ হারিজ উদ্দিদন আহমেদ এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন মোঃ লাবিব উদ্দিন সিদ্দিক ও ওয়াহিদুজ্জামান আকন।