অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৮ জুলাই বৌদ্ধ সম্প্রদায়ের আষাঢ়ী পূর্ণিমা

1
.

আগামী ৮ জুলাই বৌদ্ধ সম্প্রদায়ের আষাঢ়ী পূর্ণিমা। এদিন চট্টগ্রাম মহানগর মোমিন রোডস্থ সার্বজনীন বৌদ্ধ বিহার ও বিদর্শন ভাবনা কেন্দ্র’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বৌদ্ধদের অন্যতম উৎসব শুভ আষাঢ়ীপূর্ণিমা পালিত হবে।

দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি সমূহের মধ্যে রয়েছে- জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, প্রদীপ পূজা, সমবেত প্রার্থনা, শীলগ্রহণ, ভিক্ষু সংঘের পিণ্ডদান, ধর্মীয় আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

উক্ত কর্মসূচি সমূহ পালনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় বিহার প্রাঙ্গণে ভদন্ত এস. শাসনবংশ থের’র সভাপতিত্বে মিথুন বড়ুয়ার পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সম্মতি প্রদান করে বক্তব্য রাখেন-ত্রিদীপ কুমার বড়ুয়া, উত্তম কুমার বড়ুয়া, সূর্যসেন বড়ুয়া শঙ্খু, অনিমেষ বড়ুয়া, শংকর বড়ুয়া, রূপম বড়ুয়া প্রমুখ।

১ টি মন্তব্য
  1. Matiur Rahman Farhadi বলেছেন

    Reba Barua