অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফিলিপাইনে ৫.৯ মাত্রার ভূমিকম্প

0

ফিলিপাইনের মধ্যাঞ্চলে আজ সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। তবে এই প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত সপ্তাহের বড় ধরনের ভূমিকম্পের পর স্থানীয়রা ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই সর্বশেষ ভূমিকম্পটি আঘাত হানল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ৪১ মিনিটে ভূমিকম্পটি ওরমোক দ্বীপের কাছে লেইতে দ্বীপে আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১২ দশমিক ৭ কিলোমিটার। ওই দ্বীপটিতে প্রায় দুই লাখ লোকের বাস।

এর আগে, বৃহস্পতিবার অঞ্চলটিতে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে দুই জনের মৃত্যু ও ৭২ জন আহত হয়।