অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিএসটিআই অফিসের অনিয়ম, দুর্নীতি অনুসন্ধানে শিল্প মন্ত্রণালয়ের তদন্ত টিম চট্টগ্রামে

1
.

খাদ্য ও ভোগ্য পণ্যের মান নিশ্চিতকরণে চট্টগ্রাম বিএসটিআই অফিসের নানা অনিয়ম, দুনীতি ও অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তদন্তে শিল্প মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম চট্টগ্রাম এসেছে।

টিমের প্রধান শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব মশিউর রহমান আজ ১৩ পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করে বিএসটিআই চট্টগ্রাম অফিসের যোগসাজসে অবৈধ মিনারেল ও জারের পানি, ঘি, চাপাতা, পাস্তরিত দুধ, বেকারীসহ লাইসেন্সবিহীন খাদ্য ও পানীয় পণ্যের বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।

বিশেষ করে বিএসটিআই চট্টগ্রাম অফিসের সাবেক উপ-পরিচালক ইসহাক আলীর সুদীর্ঘ ১২ বছরে চট্টগ্রাম অফিসে কর্মরত অবস্থায় দুর্নীতি ও অনিয়ম ব্যাপক অভিযোগের ব্যাপারে তদন্ত করছে মন্ত্রণালয়েরে তদন্ত টিম। বিষয়টি নিশ্চিত করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম।

১ টি মন্তব্য
  1. Nill Mabob বলেছেন

    দুদকের তদন্ত টীম কাষ্টমস হাউস আর ভ্যাট সার্কেলগুলো চোখে দেখে না….