অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“এ ভুল আঁরা আর নগইজ্জুম”

0
এ ভুল আঁরা আর নগইজ্জুম, আঁরার ভুলের কারনে নওয়ে পোঁয়া মরি গেইঁয়ি দে, অর্থাৎ এমন ভুল আমরা আর কখনও করবো না, আমাদের ভুলের কারণে ৯ টি শিশু মারা গেছে।

এমনটি জানালেন সীতাকুণ্ডের সোনাইছড়ি বার আউলিয়া পাহাড়ে বসবাসরত ৭৫ বছর বয়স্ক বৃদ্ধ মনিন্দ্র ত্রিপুরা, তিনি বলেন, আমাদের বাপ দাদাদের শিক্ষা তাবিজ, ঝাঁড়ফোক, বৈদ্য দ্বারা চিকিৎসা চলে আসছিল যুগ যুগ ধরে, কখনো ডাক্তারের কাছে যায়নি।

ডাক্তারের চিকিৎসায় আমাদের বিশ্বাস ছিলো না, আজ সেই ভুল ভেঙ্গেছে আমাদের। ৯ শিশু মারা যাওয়া প্রসংঙ্গে মনিন্দ্র ত্রিপুরা বলেন, শিশুগুলো যখন অসুস্থ্য হয় আমরা অনেক ঝাঁড়ফোক করেছি, বৈদ্যর কাছে নিয়েছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, একে একে ৯ জনই মারা গেলো।

আপনারা যদি এখানে না আসতেন তাহলে আরো বহু শিশু মারা যেতো।

মনিন্দ্র ত্রিপুরার ছেলে কাঞ্চন ত্রিপুরা বলেন, আমরা আমাদের বাপ চাচাদের এসব তাবিজ, ঝাঁড়ফোক, বৈদ্য বিশ্বাস করিনা তবুও কি করবো তাদের কথা মানতে হয়। আমরা জানি বর্তমানে যেকোন রোগের জন্য ডাক্তারের কাছে যেতে হয়। যদি আমরা ডাক্তারের কাছে যেতাম তাহলে এতো বড় ক্ষতি হতো না।