অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সরকারী গুদাম থেকে পাচারকালে আরো ২৭০ বস্তা চাল উদ্ধার

10
.

চট্টগ্রামে সরকারী খাদ্য গুদাম থেকে পাচারের সময় ৭ টি ট্রাক (৩ হাজার ৯৬ বস্তা) সরকারী চাল উদ্ধারের পরদিন আজ বুধবার ফের এক ট্রাক (২৭০ বস্তা) ১৩.৫ মেট্রিক টন এক ট্রাক ( চাল উদ্ধার করেছে র‌্যাব-৭ এর একটি দল।

বুধবার বিকাল সাড়ে ৫টায় আকবরশাহ থানাধীন বাগানবাড়ি রোড এলাকায় এ অভিযান চালানো হয়। তবে এভিযানে কাউকে আটক করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর মিড়িয়া অফিসার এএসপি আমীরুল্লা বলেন, হালিশহর সিএসডি সরকারী খাদ্য গুদাম হতে ১টি ট্রাকে করে সরকরী চাল আবারও পাচার করছে। এমন সংবাদের ভিক্তিতে কর্ণেল হাট বাগানবাড়ি রোড এলাকায় অভিযান চালানে হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ট্রাকটি রাস্তার পাশে থামিয়ে পালিয়ে যায়। এ সময় র‌্যাব সদস্যরা ট্রাকটি (যশোর-ট-০২-০১৭৯) আটক করে ২৭০ বস্তা (১৩.৫ মেট্রিক টন) সরকারী চাল উদ্ধার করে।

এর আগে গতকাল মঙ্গলবার ৭ট্রাক চালসহ ৫ জনকে আটক করেছিল। তারা হলেন-গুদাম ম্যানেজার প্রণয়ন চাকমা (৫২), ট্রাক চালক ও সহকারী শামসুল হুদা (৪৮), মিজান (২২), শফি আলম (২৭) ও মো. ওসমান (৪৫)। তাদের আজ কারাগারে তোলা হলে আদালত কারাগারে প্রেরণ করেন।

১০ মন্তব্য
  1. Bahar Uddin বলেছেন

    সরকারি চাল নিয়ে কি হচ্ছে। কোন কোন দৈনিকে দেখলাম চালভর্তি ৭ ট্রাক নয় ১০ ট্রাক উদ্ধার হয়েছে! তাহলে ৭+১ =৮ হল। আরও ২ ট্রাক কোথায়? তদন্ত কমিটির তদন্তে নিশ্চয় বেরিয়ে আসবে।

    1. Saiful Islam Shilpi বলেছেন

      মনগড়া কেউ ১০ ট্রাক লিখলেতো হবে না। র‌্যাব কি বলছে…

  2. Syed Tofiqul Islam বলেছেন

    c

  3. Rabiul Alam বলেছেন

    পাচার কারী কে?ওদের নাম লিখতে পারেনা।সবাই জানার দরকার আছে তো।

    1. Saiful Islam Shilpi বলেছেন

      নিউজটা পড়ুন, তারপর মন্তব্য করুন।

  4. Alim Uddin বলেছেন

    দু:খ জনক ব্যপার হচ্ছে কাউকে আটক করতে পারলো না।

    1. Saiful Islam Shilpi বলেছেন

      ৫ জন আটক আছে আগের দিন।

    2. Alim Uddin বলেছেন

      তা গত নিউজে পড়েছিলাম। মনে হয় গ্রেফতার কৃতদের শিকারকতি তে উদ্ধার করতে পেরেছে।

    3. Saiful Islam Shilpi বলেছেন

      একই চক্র।

    4. MD Akhter Hossain বলেছেন

      পাহাড়তলীর বড় সিন্ডিকেট!!