অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“ইফতার পার্টি নয় যেন সীতাকুণ্ডবাসীর মিলন মেলা”

0
13497691_1124593754229811_7063734072483930900_o
নগরীর স্বরণিকায় কমিউনিটি সেন্টারে সীতাকুণ্ড সমিতির ইফতার মাহফিলের একাংশ।

বন্দর নগরী চট্টগ্রামের লাভলেইন স্বরণীকা কমিউনিটি সেন্টার, ১৮ জুন শনিবার সন্ধ্যা ৬টা, কানায় কানায় পূর্ণ  স্বরণিকার বিশাল মিলনায়তন। যেন শহরেই একখন্ড সীতাকুণ্ড !

চলছে চট্টগ্রাম শহরে বসবাসকারী সীতাকুণ্ডবাসীর প্রাণের সংগঠন সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা, সম্মাননা স্মারক ও ইফতার মাহফিল ২০১৬।

13497734_1124593477563172_6092647074810240009_o
আলোচনা সভা শেষে মঞ্চে মোনাজাতরত অতিথিবৃন্দ।

মঞ্চে চলছে সীতাকুণ্ডের বিজ্ঞ এবং বিশিষ্টজনদের বক্তব্য। সংগঠনের সাধারণ সম্পাদক ব্যাংকার মোহাম্মদ গিয়াসউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রাণবন্ত আলোচনা শুনছেন শ্রোতাগণ।

সভায় সমিতির বার্ষিক  আয়-ব্যয় ও বিভিন্ন কার্যক্রম নিয়ে সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করা হয় এবং সমিতির সাথে সম্পৃক্ত সফল ৩৬ জন ও বর্তমান কার্যনির্বাহী পিরষদ ২০১৪-১৬ কে সম্মাননা স্মারক দেয়া হয়েছে ।

এছাড়া ও যাকাতফান্ড থেকে বিভিন্ন অনুদান হিসেবে গাভী, সেলাই মেশিন ইত্যাদি প্রদান করা হয়েছ সংশ্লিষ্টদের।

13419152_1124593530896500_8948314583508125437_n
ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিকদের কয়েকজন।

এতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম. আল মামুন, ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফসিউ ল আলম সহ সমিতির পৃষ্ঠপোষক ও আজীবন সদস্যবৃন্দ । বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতি’ র সভাপতি এম. ই আজিজ চৌধুরী লিটন ।

ইফতারের আগমূহুর্তে সমিতির অন্যতম সদস্য মহিউদ্দিনের পরিচালনায় দেশ জাতি তথা সীতাকুণ্ডবাসীর সুখ-সমৃদ্বি কামনা করে বিশেষ মেনাজাতের মাধ্যমে ইফতার গ্রহণ করেন উপস্থিত প্রায় হাজারখানের সীতাকুণ্ডবাসী।