অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পানিতে প্লাবিত জনপথ, রান্না ঘরের চুলায় আশ্রয় শঙ্খিনীর!

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে গত দুইদিনের টানা বর্ষণ আর কর্ণফুলীর জোয়ারের ফলে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ায় সর্পকুল আশ্রয়হীন হয়ে মানুষের বসত ঘরে ঢুকে পড়ছে। প্রাকৃতিক দূর্যোগে অসাবধানতায় ডেকে আনতে পার বিপদ।

গতকাল সোমবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার পশ্চিম গোমদন্ডী বড়ুয়া পাড়ার বিজন বড়ুয়ার ভাতিজা মিলু বড়ুয়ার রান্না ঘরের চুলায় ঢুকে পড়ে শঙ্খিনী। এ সাপ এলাকায় সানাই বা শঙ্খচুর নামেও পরিচিত।

মিলু বড়ুয়া জানান, বিকেলে রান্নার জন্য চুলায় আগুন জ্বালতে গেলে এ সময় ফোঁস করে উঠে সানাই সাপ। এরপর তাঁর স্ত্রী চিৎকার দিলে সবাই মিলে রান্না ঘওে ছুটে যান। তবে জ্যান্ত সাপটিকে কৌশলে চুলা থেকে বের করে দেয়া হয়।

এছাড়া সোমবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর গ্রামের খলিলের মেয়ে আয়েশা (১২), পূর্ব গোমদন্ডীর আনু মিয়ার স্ত্রী ফাতেমা (৫০) ও উত্তর গোমদন্ডীর ইকবালের স্ত্রী আকতার (৩০)কে সাপে কাটে। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রযেছে।