অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটিকছড়িতে ৭ জামায়াত নেতাকে আটক করে পুলিশে দিল আওয়ামী লীগ

2
.

জেলার ফটিকছড়ি উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় ঘেরাও করে ৭ নেতা-কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে আওয়ামী লীগ নেতারা। 

মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ জামায়াত কার্যালয়ে তল্লাশী চালিয়ে বিভিন্ন ইসলামী বই, জামায়তের দলীয় প্রকাশনা এবং অফিসিয়াল কাগজপত্র জব্দ করেছে। আটককৃতদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারী নুরুল আলম চৌধুরীও রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবী গোপন বৈঠককালে জামায়াত অফিস ঘেরাও করে ৭জনকে আটক করেছে তারা।

প্রত্যক্ষ্যদর্শী  কয়েকজন জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের বিবিরহাটস্থ এশিয়া প্লাজার তৃতীয় তলায় দলীয় কার্যালয়ে দলীয় সভা করছিলো কয়েকজন জামায়াতের নেতা-কর্মী। একই বিল্ডিং এর দ্বিতীয় তলায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে একই সময়ে েএকটি সভা ছিল।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীসহ আরো বেশ কয়েকজন ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মী কার্যালয়ে উঠার সময় 

দুই জামায়াতে দুইজন কর্মীকে মার্কেট থেকে নিচে নামতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের নিয়ে তৃতীয় তলায় উঠে জামায়াতের কার্যালয়ে গিয়ে আরো কয়েকজনকে সভা করতে দেখে ঘেরাও করে পুলিশে খবর দেয়।

পরে ফটিকছড়ি থানার ওসি আবু ইউছুপ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়েে এসে উক্ত কার্যালয় থেকে ৭ জনকে আটক করে থানায় নিয়ে যান। এসময় পুলিশ জামায়াতের কার্যালয়ের ভেতর তল্লাশি চালিয়ে বেশকিছু দলীয় বই, ম্যাগাজিন, ব্যানারসহ দলীয় প্যাড ও নথিপত্র জব্দ করে।

আটককৃত জামায়াত নেতারা হলেন, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী নুরুল আলম চৌধুরী, হাটহাজারী উপজেলার সাবেক আমির শাহিদুল ইসলাম, ফটিকছড়ি জামায়াত নেতা মাওলানা মুছা খান, কাজী নাজিম উদ্দিন, আবদুল্লাহ আল মুনছুর, মো. জহুর, মাওলানা আবদুর রহমান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে সরকার উৎখাত করতে তারা সেখানে গোপন বৈঠক করছিল। আমরা তাদের আটক করে নিয়ে এসেছি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

২ মন্তব্য
  1. Yousuf Mohammed বলেছেন

    এটি নজির বিহীন গঠনা??
    হঠাৎ কেনো এমন আচরণ!! সত্যি প্রতিবাদের ভাষা হারিয়েছি! মাও: আব্দুর রহমান সাহেব (৮০) বৎসরের বয়োবৃদ্ধ মূরুব্বি মানু্ষ! মহান সবাই কে হেফাযাৎ করুন! মুক্তি দিন।

  2. জিয়া চৌধুরী বলেছেন

    সরকার উৎখাতের ষড়যন্ত্র, বিশাল ব্যাপার স্যাপার। তাও এই বৃদ্ধ মানুষগুলো।