অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে পুলিশের ওপর হামলা: আ.লীগ নেতাসহ আসামি অর্ধশত

0
sitakundo-map-02
মানচিত্রে সীতাকুণ্ড।

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের দু’গ্রুপের সংর্ঘষের জের ধরে পুলিশের ওপর হামলার ঘটনায় অর্ধশত লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল সিরাজীকে।

হামলার শিকার সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সুজয় কুমার মজুমদার শনিবার রাতে এই মামলা করেন। মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করা হলেও আরো অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত শুক্রবার উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামে পুলিশ আসামি ধরতে গেলে আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশের ওপর হামলা চালায় বলে পুলিশ মামলায় অভিযোগ করেন।

মামলার এজাহারে বলা হয়, রমজান আলী নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করতে গেলে তার (রমজান) বাহিনীর সদস্যরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে জেলে পাঠায়।

তবে গ্রেফতারকৃতদের মধ্যে তিন নারী ছাড়া বাকি ১৩ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল উদ্দিন জানান, আজ রোববার রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে চলা আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে সংর্ঘষের জের ধরে পুলিশ এক পক্ষের হয়ে আসামি ধরতে গেলে আওয়ামী লীগ যুবলীগের অপর পক্ষ পুলিশের উপর হামলা চালায়।