অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় জ্বরে আক্রান্ত আরো ৪ শিশু হাসপাতালে

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডের বার আউলিয়া ত্রিপুরা পাড়ায় জ্বরে আক্রান্ত হয়ে আরো ৪ শিশুকে আজ রবিবার (৩০ জুলাই) বিকালে ফৌজদারস্থ বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জ্বরে আক্রান্ত হলেও হাম-এ আক্রান্ত কিনা তা পরিক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জেন আজিজুল রহমান সিদ্দিকী।

তিনি জানান, বিকালে সোনাইছড়ির বার আউলিয়া ত্রিপুরা পাড়া থেকে ৪ শিশুকে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে নেওয়া হয়েছে। জ্বরে আক্রান্তরা হচ্ছে রিনাপি ত্রিপুরা (১২) কল্পনা ত্রিপুরা (৬) মুন্না ত্রিপুরা (৮) এবং সমির ত্রিপুরা (২)। তাদেরকে চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা চলছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এদিকে সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় শিশুদের হাম রোগ নিশ্চিত হওয়ার পর স্বাস্থ বিভাগ থেকে ত্রিপুরা অধ্যষিত সীতাকুণ্ডের পৌরসদরসহ ৭ নং কুমিরা ইউপি এবং ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ১৫ টি স্কুলের ৪৫ হাজার ছাত্র- ছাত্রীদের হামের টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে গতকাল শনিবার থেকে।