অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দিয়াজ হত্যার বিচারের দাবিতে চবিতে মানববন্ধন

0
.

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ‘জাগরণ অস্তিত্বে ৭১’ নামের এক সংগঠনের ব্যানারে মানববন্ধন করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

এসময় চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) অধ্যক্ষ ডা: সেলিম জাহাঙ্গীর প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন প্রভাবিত করেছে। দুর্নীতিবাজ সেলিম জাহাঙ্গীর কার দ্বারা প্রভাবিত হয়ে প্রতিবেদন দিয়েছে তা আমরা জানতে চাই।

দিয়াজ চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন স্থগিত কমিটির যুগ্ম সম্পাদক বায়জীদ সজল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জীবন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, অর্থ সম্পাদক জাহেদ আওয়াল প্রমুখ।