অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

তত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবে না- চট্টগ্রামে আলাল

1
.

বিএনপির যুগ্ম মহাসচিব এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন এই অবৈধ সরকার দেশে এক নৈরাজ্য পরিস্থিতি তৈরিকরেছে। খুন, গুম, হত্যাসহ বহু বিচারবিভাগীয় হত্যাকান্ডের পরিকল্পনাকারী যা বিদেশী বহু গণমাধ্যম দ্বারা স্বীকৃত। আর এখন বিচার বিভাগের উপর হস্তক্ষেপের পায়তারা করছে, যা শুভ নয়। এদেশের এ হাসিনা সরকারের সব ভন্ডামি বুঝে গেছে। এ স্বাধীন দেশের মাটিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না।

তিনি আজ (২১ আগস্ট) সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র মরহুম আরাফাত রহমান কোকো’র ৪৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম মুহিবুল্লাহ কাশেমীর সঞ্চালনায় সংগঠনের সভাপতি মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাতকানিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাতকানিয়ার পৌরসভা বিএনপির সভাপতি হাজী রফিকুল আলম, দক্ষিণ দক্ষিণ জেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান।

বিশেষ বক্তা ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসেন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আইনুল হক, নগর বিএনপি নেতা খোরশেদ আলম কুতুব, আব্দুল হাই, আজাদ বাঙালি, আবু মুসা, প্রকৌশলী মেজবাহ উদ্দিন রাজু, যুবদল নেতা সাইফুর রহমান শপথ, ছাত্রদল নেতা আলী মর্তুজা, আলাউদ্দিন সুমন, ইকবাল হোসেন সংগ্রাম, আমিনুল্লাহ, এরশাদ হোসেন, শেখ সেলিম, মোঃ রাশেদ, তানভীর, নওশাদ, সংগঠনের যুগ্ম সম্পাদক আওরঙ্গজেব খান সম্রাট, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আলমগীর, প্রচার সম্পাদক শাহীন খন্দকার, মোঃ ইউসুফ, আব্দুর রহিম, দিদার হোসেন, এম আর মামুন, সাহবুদ্দীন মনির, আবদুল আলী, লোহাগাড়ার সাধারণ সম্পাদক মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক আহসান আব্দুল্লাহ, বেলাল উদ্দিন, আশেকুর রহমান, জামশেদ, এম হাশেম, নসরুল্লাহ ইয়াছিন, আব্দুল করিম, দিদারুল আলম, হেলাল উদ্দিন, মোঃ আরমান, সালমান ইফতেখার, তারেকুল ইসলাম, নিজাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, আব্দুল হাকিম, জানে আলম জারি, নাজিম উদ্দিন নাজু প্রমুখ।

১ টি মন্তব্য
  1. Shaalam Azad বলেছেন

    chop kore gore bose thako vi, lab nai,