অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে ১৬ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা

0
BUA-1
বোয়ালখালি উপজেলায় নির্বাহি কর্মকর্তার অভিযানে মাংসের দোকান পরিদর্শন।

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে ১৬ মামলায় ৫৫হাজার টাকা জরিমানা ও সড়ক দখল করে রাখা মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার উপজেলার তুলাতল, অলিবেকারী, মুরাদমুন্সীরহাট, হাজীরহাট, কানুনগোপাড়া ও শ্রীপুর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম এ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর বর্ণিত ধারায় ১২টি মামলায় মোট ৪৫ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় ১টি মামলায় ২ হাজার টাকা ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত দখল ও পুনরুদ্ধার অদ্যাদেশ ১৯৭০ এর ধারায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় রাস্তা দখল করে দোকানের সামনে ও ফুটপাতে মালামাল রেখে জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি করায় তা জব্দ করে প্রকাশ্য নিলামে বিক্রি করে দেয় আদালত।

এছাড়া তিনি আরো বলেন, লাইসেন্স ও ফিটনেসবিহীন মোটরযানের মালিকদের উদ্দেশ্যে গাড়ি রেজিস্টেশন ও নবায়ন করতে এবং মোটর সাইকেলে চালক ব্যতীত আরোহী না নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। অন্যথায় আগামী ২৩জুন থেকে মোটরযান অধ্যাদেশ ১৯৮৬ এর আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।