অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অস্ত্র আইনে চবির দুই শিক্ষার্থীর ৭ বছর কারাদন্ড

1
.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার হওয়া দুই ছাত্রকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আটকের ৯ বছর পর আজ বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তানিয়া কামাল এ রায় দেন। দণ্ডিতরা হলেন-বিশ্ববিদ্যালয়ের তৎকালিন গণিত বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র শহীদুল ইসলাম ও  হিসাব বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষের ছাত্র মো. নুরুজ্জামান।বর্তমানে  দুই আসামী জামিন নিয়ে পলাতক রয়েছে বলে আদালত সুত্রে জানাগেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অজয় বোস রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,তিনি বলেন, অস্ত্র মামলার করা অভিযোগ প্রমাণ হওয়ায় দুই আসামির প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত।

আদালত সুত্র জানায়, ২০০৮ সালের ২৮ জুলাই ক্যাম্পাসে রামদা ও ছোরাসহ পুলিশ দুই শিক্ষার্থীকে আটক করে। তাদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ থেকে একটি ছোরা ও একটি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় হাটহাজারী থানার তৎকালিন এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলাটি করেন।

 ২০০৯ সালের ৭ মে এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন বলে জানান অতিরিক্ত পিপি অজয়।

 

১ টি মন্তব্য
  1. Hasmat Alahi Fuad বলেছেন

    ভোরের আলো