অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে অস্ত্র মামলায় ২ জনের ১০ বছর কারাদণ্ড

0
.

চট্টগ্রামে অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় দু’জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।  আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রহুল আমিন এই রায় দেন। দণ্ডিত দু’জন হলেন আবু নোমান প্রকাশ সায়েম ও আব্দুল আউয়াল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক যুগ আগে ২০০৫ সালের ১৪ আগস্ট নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকায় মুক্তিযোদ্ধা কলোনি থেকে দু’জনকে একটি ইটালির তৈরি পিস্তল ও একটি এলজিসহ আটক করে র‌্যাব। এই ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্ত শেষে ২০০৬ সালের ১২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ (বৃহস্পতিবার) এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, সাক্ষ্যগ্রহণের পর আদালত অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন। তবে দণ্ডিত দু’জনই বর্তমানে পলঅতক রয়েছেন বলে জানান তিনি।