অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে নাসির-মুমিনুলের সঙ্গে ঈদের নামাজে পড়েন অস্ট্রেলিয়ার উসমান খাজা

4
.

চট্টগ্রাম মহনগরীর দামপাড়া পুলিশ লাইন মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান, নাসির হোসেন, মুমিনুল হকদের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঈদের এ জামাতে নামাজ আদায় করেন তারা।

আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় এ চার ক্রিকেটারকে রেডিসন হোটেল থেকে পুলিশ লাইন মসজিদে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ মসজিদে নামাজ আদায় করেন।

.

নামাজ শেষে সাংবাদিকরা তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে কেউ কথা বলেননি। নামাজ শেষে তারা পুনরায় রেডিসন হোটেলে ফিরে যান।

নাসির হোসেনের বাড়ি রংপুরে। চট্টগ্রাম থেকে তা অনেক দূরে। মুমিনুল হক কক্সবাজারে, খুব দূরে না হলেও তিনিও বাড়ি যেতে পারছেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ চলমান। চট্টগ্রামেই দুদিন পর শুরু শেষ টেস্ট। বাড়ির বাইরে চট্টগ্রামেই ঈদ করতে হচ্ছে তাদের।

শনিবার সকালে কড়া পুলিশী নিরাপত্তায় ঈদুল আযহার নামাজ আদায় করতে চট্টগ্রাম নগরীর পুলিশ লাইন মসজিদে হাজির হন নাসির ও মুমিনুল। বিকেলে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন আছে। সন্ধ্যায় তামিম ইকবালের কাজির দেউড়ির বাসায় আছে মেজবানের দাওয়াত।

.

দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলও এখন চট্টগ্রামে অবস্থান করছে।

এদিকে ৪ সেপ্টেম্বরের সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচকে সামনে রেখে শনিবার দুপুর ১টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনে মাঠে নামছে লাল-সবুজের দল। এ ভেন্যুতে দুপুর ২টা থেকে অনুশীলন করবে অজিরা।

এর আগে মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে অজিদের বিপক্ষে ২০ রানের ঐতিহাসিক জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে টাইগাররা।

৪ মন্তব্য
  1. Ashraf Uddin Mintu বলেছেন

    তার নাকি জুতা চুরি হয়েছে? শুনলাম

  2. ফখরুল বলেছেন

    shoe

  3. ফখরুল বলেছেন

    shoe chury choyechey

  4. Samiha Rahman বলেছেন

    Alhamdulillah.