অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কক্সবাজারে যৌন হয়রানির বিরুদ্ধে মানববন্ধন

0
DSC04029
যৌন হয়রানি ও বাল্য বিবাহ প্রতিকার-প্রতিরোধে মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের র‌্যালী।

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার সদরের ধলিরছড়ায় নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের উদ্যোগে যৌন হয়রানি ও বাল্য বিবাহ প্রতিকার-প্রতিরোধে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলামের পরিচালনায় র‌্যালী ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিউনিটি ওয়াচগ্রুপের আহবায়ক জনাব রমিজ আহমদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যৌন হয়রানি ও বাল্য বিবাহ দূরীকরণে রাষ্ট্রীয় ও সামাজিক পদক্ষেপ প্রয়োজন কারণ যৌন হয়রানি ও বাল্য বিবাহ মুক্ত জীবন আমাদের সবার অধিকার।  এতে আরো বক্তব্য রাখেন, মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের সদস্য হারুনুর রশিদ, সায়েমা রাশিদা এবং সেক্টর স্পেশালিস্ট মাসুদ রানা।

কর্মসূচিতে রেজাউল করিম, স্টুডেন্ট’স ওয়াচগ্রুপের সদস্য সহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধন ও র‌্যালী থেকে কিশোর কিশোরীদের যেকোন ধরনের যৌন হয়রানি ও বাল্য বিবাহ প্রতিকার-প্রতিরোধে জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।