অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা: ৩০ অক্টোবর ভোট গ্রহণ

0

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

.

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হল ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের তফসিল । আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের উপ-সচিব মো: নুরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত প্রজ্ঞাপনের তফসিলেরর মাধ্যমো জানা যায়, ৩০ অক্টোবর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিসার মো: শামসুল আলম ফৌজদার জানান, ফটিকছড়ি পৌরসভার নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আগামী ৩ অক্টোবর, মনোনয়ন বাছাই অনুষ্ঠিত হবে ৫ ও ৬ অক্টোবর, প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং ৩০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফটিকছড়ি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩১,২৬২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৫,৪২৭ জন এবং মহিলা ভোটার ১৫,৮৩৫ জন।

এদিকে ফটিকছড়ি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই পৌর এলাকায় নির্বাচনের আমেজ বইতে শুরু করেছে। অবসান হলো বহুল কাঙ্খিত ও প্রত্যাশিত ফটিকছড়ি পৌরসভার নির্বাচনের তফসিল নিয়ে সাধারণ মানুষের নানান কল্পনা-জল্পনা।