অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মীরসরাইয়ে কাভার্ডভ্যানসহ ৬শ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১

0

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

.

জেলার মীরসরাইয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ীসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় একজন চোরাকারবীকেও আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম নুরুল হুদা (২৪)। সে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মটুয়া গ্রামের নুরুল আলমের পুত্র।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম গেইট থেকে একটি কাভার্ড ভ্যানসহ শাড়িগুলো উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

উদ্ধার করা ৬শ পিস ভারতীয় আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির জানান, মঙ্গলবার ভোরে তাদের কাছে একটি ভারতীয় শাড়ি চালানের গোপন সংবাদ আসে। পরে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার দীনেশ চন্দ্র দাশগুপ্তসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায় তারা। এসময় সন্দেহজনক একটি মিনি কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্টো-অ-১১-২০৫০) ধাওয়া করে বিএসআরএম গেইট এলাকায় আটক করে। এসময় কাভার্ডভ্যানটি তল্লাশি করে ৬ শত পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। পরে গাড়ির চালক নুরুল হুদা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।