অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ড ও বোয়ালখালীতে দুর্গোৎসব পালনের সর্বাত্মক প্রস্তুতি

0
.

সৌর্হাদ্য ও সম্প্রীতি বজায় রেখে শাস্তিপূর্ণ পরিবেশে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গোৎসব পালন উপলক্ষে জেলার সীতাকুণ্ড ও বোয়ালখালী উপজেলায় প্রশাসনের সাথে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের্ভাএ সভায় পূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ নিয়ে আমাদের প্রতিনিধের পাঠানো তথ্য তুলে ধরা হলো।

.

সীতাকুণ্ডে ৫৯ টি পূজামন্ডপে দুর্গোৎসব

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড দেবী দুর্গাকে বরণ করতে প্রস্তুত ৫৯ টি পুজামন্ডপ প্রতি বছরের মতো এবারও সীতাকুণ্ড আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচদিন ব্যাপী শারদীয়া দূর্গোৎসব।

এবার সীতাকুণ্ড উপজেলায় ৫৯ টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। তন্মেধ্য সীতাকুণ্ড পৌর সদরে ১০টি, সৈয়দপুর ইউনিয়নে ৬টি, বারৈয়াঢালা ইউনিয়নে ৬টি, মুরাদপুরে ৪টি, বাড়বকুণ্ডে ৬টি, বাশঁবাড়িয়ায় ৩টি, কুমিরায় ৬টি, সোনাইছড়ি ৬টি, ভাটিয়ারীতে ৭টি এবং সলিমপুরে ৪টি মন্ডপে পুজা হবে।

প্রতিটি পূজা মন্ডপকে ঘিরে চলছে সাজ-সজ্জার শেষ মুহুর্তেও প্রস্তুতি।

হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উপলক্ষে সরকার এবার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা এবার সীতাকুন্ডের ২৮টি পুজামন্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদ্যাপন করার লক্ষ্যে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজা মন্ডপগুলোর সমন্বয়ে এক সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন- সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক(তদন্ত) মোজান্মেল হক, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, বাড়বকুণ্ড চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, বাঁশবাড়িয়া চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র নাথ, সম্পাদক স্বপন কুমার বণিক, সাবেক সভাপতি রঞ্জিত সাহা, পৌরসভা কমিটির সভাপতি গৌতম অধিকারী, সম্পাদক অলক ভট্টাচার্য, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা খোরশেদ আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিদর্শক মো.ফখরুদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ধর্ম যার যার দেশ সবার, প্রতিটি ধর্মের লোকজন তাদের ধর্ম পালনে অধিকার রয়েছে। এতে কেউ বিশৃংখলা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করতে হবে। প্রতিটি মন্ডবে প্রায় ১০জন করে নিরাপত্তাকর্মী কাজ করবে। পুরো উপজেলায় মোট ৬’শ কর্মী নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবে। সীতাকুণ্ড মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইফতেখার হাসান জানান, এবার সার্বক্ষনিক নিরাপত্তার জন্য আনসার ও পুলিশ থাকবে। র‌্যাবের ভ্রাম্যমান টহল দল থাকবে। পুজা মন্ডপগুলোতে কঠোর শৃঙ্খলা বজার রাখার নিজস্ব সেচ্ছাসেবক দলের ব্যবস্থা নেয়া হয়েছে।

.

বোয়ালখালীতে দুর্গোৎসব পালনে প্রশাসনের প্রস্তুতি

বোয়ালখালী প্রতিনিধিঃ সৌর্হাদ্য ও সম্প্রীতি বজায় রেখে আসন্ন শারদীয়া দুর্গোৎসব পালনে বৃহস্পতিবার বিকেলে এক প্রস্তুতি সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ উৎসব চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি রাত ১২টার মধ্যে পূজার আরতি শেষ করতে হবে। অতি উচ্চ মাত্রার সাউন্ড সিস্টেম ব্যবহারে সর্তকতা অবলম্বন করতে হবে। এছাড়া একযোগে ৫টি অধিক মোটর সাইকেল বহর নিয়ে পূজা ম-পে যাওয়া যাবে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বিক পরিস্থিতি প্রশাসন মনিটরিং করবে বলে জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, জাসদ সভাপতি মনির উদ্দীন খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালীর সভাপতি শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক সরকার কমল দাশ, থানা প্রতিনিধি এস আই বেল্লাল,পল্লী বিদ্যুৎ সমিতি -১ ডিজিএম মো.সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম জসিম, মো. মোকারম, আব্দুল মান্নান মোনাফ, বোয়ালখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম মোদ্দাচ্ছের, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ ও পূজা মন্ডপগুলোর প্রতিনিধিবৃন্দ।