অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কক্সবাজার ডিসির কাছে চট্টগ্রাম নগর মহিলা আ’লীগের ত্রাণ সামগ্রী হস্তান্তর

0

মিয়ানমার থেকে জাতিগত নিধনের মুখে বিতাড়িত হয়ে কক্সবাজার আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে বিতরণের জন্য চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।

বুধবার  বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মো: আলী হোসেনের কাছে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এসময়  হাসিনা মহিউদ্দিন বলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত আছেন। তাই মায়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী মানবিক সাহায্য প্রদানে নিবেদিত রয়েছে। বিপন্ন রোহিঙ্গাদের জীবন বাঁচাতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আপামর জনগণ সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। বিশ্ব জনমত মায়ানমারের রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে। এতে বাঙালি জাতির ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রহমান, আই টি টি মহিতুল আলম, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনজুমান আরা চৌধুরী আনজু, সাংগঠনিক সম্পাদিকা হোসনে আরা বেগম, বোরহানুল হাসান চৌধুরী ছালেহীন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক বিলকিস কলিম উল্লাহ, শ্রম সম্পাদক লায়লা আক্তার এটলী, ধর্ম সম্পাদক আয়শা আলম, কার্যকরী সদস্য মনোয়ারা বাহাদুর, নাজমা মাওলা প্রমুখ।