অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কাল সারাদেশে পালিত হবে লহ্মী পূজা

1

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

.

ধন-সম্পদ-ঐশ্বযের দেবী লক্ষ্মী। সুখে-শান্তিতে বাস করতে ধন সম্পদ ও অর্থের রয়েছে প্রয়োজন। তাই সবাই চান ধন-সম্পদে থেকে পরিবার-পরিজনসহ জীবন ধারণ করতে।

আর এই ধন সম্পদের জন্য হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লহ্মী পূজা পালিত হবে আগামী কাল বৃহস্পতিবার । এই ধর্মীয় উৎসবকে ঘিরে সারাদেশের মন্দির ও মণ্ডপে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবকে ঘিরে সারাদেশের মন্দির ও ম-পের পাশাপাশি হিন্দুদের ঘরে ঘরে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। লহ্মী পূজার আনুষ্ঠানিকতা শেষে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হয়। পূজা-অর্চনার পাশাপাশি ঘর-বাড়ির আঙিনায় আঁকা হয় আলপনা। সন্ধ্যায় আলোকসজ্জা সাজানো হয় পূজোস্থল।

এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালীর সভাপতি শ্যামল বিশ্বাস এক বার্তায় সবাই শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, দেশে আজ সম্বৃদ্ধি অর্জনে লক্ষে এগিয়ে যাচ্ছে। খাদ্য অর্থে কৃষিতে বিপ্লব ঘটিয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায়। এর ধারা আগামীতেও বজায় রাখার আহ্বান জানান তিনি।

১ টি মন্তব্য
  1. Kanchan Mohajan বলেছেন

    হিন্দুদের অন্যতম ধর্মীয় ‌উৎসব। লক্ষ্মী বানান ঠিক না হলে কোন কাজে লক্ষ্মী আসবে না।