অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মীরসরাইয়ে পোড়ানো হল ৬ হাজার মিটার জাল

1

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

.

দেশের অন্যতম ইলিশ প্রজনন ক্ষেত্র মীরসরাইয়ের বঙ্গোপসাগরের সাহেরখালী-হাইতকান্দি পয়েন্ট। বঙ্গোপসাগরে মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে জাল দেওয়ার অপরাধে মীরসরাইয়ে ৬ হাজার মিটার জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৪ অক্টোবর) উপজেলার মুহুরী প্রজেক্ট ও মঙ্গলবার বামনসুন্দর এলাকায় ওই জাল পোড়ানো হয়। মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবিরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, সহকারি মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মুজাহিদ প্রমুখ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী জানান, মা ইলিশ রক্ষায় ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মীরসরাইয়ের বঙ্গোপসাগর পয়েন্টে মাছ ধরা বন্ধ রয়েছে। জেলেরা যাতে সাগরে জাল ফেলতে না পারে সেজন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

১ টি মন্তব্য
  1. Ismail Hossain বলেছেন

    যাঁরা এই ধরনের জালিয়াতি কাজ করেছে তাঁর কঠিন শাস্তি চাই