অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জাতীয় গ্রীড বিপর্যয়, অন্ধকারে চট্টগ্রাম

1
.

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যু ষ্টেশনে ব্রেকার বিস্ফোরণ হয়ে জাতীয় গ্রীডে বিদ্যুৎ বিপযর্য় ঘটে। এতে আজ বুধবার সন্ধ্যায় অন্তত একঘন্টা পুরো চট্টগ্রাম অন্ধকারে ছিল। এর আগে দুপুরে পৌনে একটার দিকে হাটহজারীতে জাতীয় গ্রীডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। সেটি চালু হওয়ার পর সন্ধ্যা পৌনে ৬টায় থেকে আবার বিপর্যয় দেখা দেয় হাটহাজারি সাব স্টেশনে। এরপর থেকে অন্ধকার হয়ে যায় পুরো চট্টগ্রাম। সন্ধ্যা ৭টার পর কিছু কিছু এলাকায় বিদ্যু এলেও রাত ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকা বিদ্যু বিহীন অন্ধকারে নিমজ্জিত ছিল।

বিতরণ দক্ষিণাঞ্চল বলে খ্যাত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), চট্টগ্রাম সূত্র জানায়, দুপুর পৌনে একটার দিকে হাটহজারীতে জাতীয় গ্রীডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এর ফলে ৪০ মিনিট বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। সেটি স্বাভাবিক হওয়ার পর সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে হাটহাজারি সাবস্টেশনে বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়। এরপর থেকে পুরো শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় একঘন্টার বেশী সময়ের পর সন্ধ্যা ৭টা ৫ মিনিটে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়।

.

চট্টগ্রামে পিডিবির সিনিয়র সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, বুধবার বিকাল সাড়ে ৫টায় হাটহাজারী গ্রিড সাব স্টেশনের ব্রেকার নষ্ট হয়ে গেলে সরবরাহ বন্ধ হয়ে যায়। মেরামত শেষে সাড়ে ৭টার দিকে আবার সরবরাহ শুরু হলেও চার জেলার অধিকাংশ এলাকা তখনও বিদ্যুৎহীন ছিল।

এর আগে বেলা পৌনে ১টার দিকে হাটহাজারী-কাপ্তাই ও হাটহাজারী-ফেনী সঞ্চালন লাইনে কারিগরী ত্রুটির ফলে চট্টগ্রামে পৌনে এক ঘন্টা বিদ্যুৎ ছিল না।

১ টি মন্তব্য
  1. Nurul Absar Nuri বলেছেন

    সপ্তাহ কানেক আগে আগুন লেগেছ, আবার বিপর্যায়,আর কি ঘটতে পারে? জানিনা।