অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে চেক প্রতারণা মামলায় ইসলামিক ফ্রন্ট নেতা গ্রেফতার

1

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

.

জেলার সীতাকুণ্ডে চেক প্রতারণা মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট সীতাকুণ্ড শাখার সাধারণ সম্পাদক।শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বার রাতে উপজেলার পৌর সদরের এলাকায় বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার এসআই সুজয় কুমার মজুমদার তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

আসামী শফিকুল ইসলাম উপজেলার মুরাদপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহিমের পুত্র। তিনি বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাত সীতাকুণ্ড শাখারও সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে ২০১৫ সালের একটি চেক প্রতারণা মামলা রয়েছে। সে মামলায় আদালত কার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে এতোদিন তিনি পলাতক ছিলেন।

বুধবার তাকে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।

এদিকে সীতাকুণ্ড শাখার আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি আ,ন,ম ফারুক গ্রেফতারকৃত শফিকুল ইসলাম তাদের সংগঠনের সাধারণ সম্পাদক বলে জানান। ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের কারণে এ মামলা হয়েছে বলে তিনি জানান।

১ টি মন্তব্য
  1. Emdadul Islam Rubel বলেছেন

    বান্দার হক আল্লাহ নিজে মাফ করতে পারবেননা।যতকখ বান্দা নিজে মাফ না করে।