অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবিতে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১

0
ফাইল ছবি।

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একই অনুসারীর দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মাহমুদ নামে এক কর্মী আহত হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসের সোহরাওয়ার্দী হল এবং শাহজালাল হলের সামনে এ ঘটনা ঘটে।

আহতকে চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র এবং ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের সদস্য।

বিবাদমান দুইটি গ্রুপ হচ্ছে সিক্সটি নাইন এবং ভিএক্স। তারা নগরীর মেয়র আজম নাছিরের অনুসারী। সিক্সটি নাইন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতির অনুসারী। আবার ভিএক্স মিজানুর রহমান বিপুলের অনুসারী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় মাহমুদের সাথে ভিএক্স নেতা কর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা তাকে মারধর করে। পরে সোহরাওয়ার্দী হলে থাকা ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপ জরো হয়ে শাহজালাল হলের সামনে অবস্থান নেয়।

এদিকে ভিএক্স অবস্থান নেয় সোহরাওয়ার্দী হলে। এ সময় হলগুলোর সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।

এ ব্যাপারে চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তারুজ্জামান জানান, ছাত্রলীগের দুই গ্রুপে উত্তেজনা বিরাজ করছে। একজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ক্যাম্পাসে আনা হয়েছে।

এ রিপোট লিখা পর্যন্ত সোহরাওয়ার্দী হলে এবং শাহজালাল হলে দুই গ্রুপ অবস্থান করছিল। পুলিশ সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান করছে। আর ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।