অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে সার ডিলারকে জরিমানাসহ কারাদণ্ড

2

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ 

.

জেলার বোয়ালখালীতে আবুল বশর নামে সরকারি লাইসেন্সধারী সারের ডিলারকে ভেজাল সার বিক্রির অপরাধে আর্থিক জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সার বিক্রির পাশাপাশি মুদির ব্যবসায়ীও তিনি। তবে মাটির ছোট ছোট দানা বানিয়ে তাতে রং দিয়ে মিশ্রসার বলে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো মেসার্স বশর এন্টারপ্রাইজ নামের এ প্রতিষ্ঠান ।

আজ সোমবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলা নিবার্হী কর্মকর্তা আফিয়া আখতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বোয়ালখালী পৌর সদরের মুরাদ মুন্সির হাটের এ সার ডিলারকে ২০হাজার টাকা জরিমানা করেন। একই সাথে তার ছেলে মো. হারুন (৩২)কে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া কাদা মাটির ৮ বস্তা মিশ্রসার জব্দ করে ধ্বংস করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা আফিয়া আখতার বলেন, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী এ দণ্ডাদেশ দেয়া হয়েছে। অভিযান পরিচালনার সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. মঈন উদ্দিন আদালতকে সহযোগিতা করেন।