অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মানবিক সফরে হামলা চালিয়ে সরকার সন্ত্রাসী দল হিসেবে প্রমান করল

0
.

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে সরকারকে আরো শক্তিশালি কুটনৈতিক উদ্যেগ নিতে হবে। আর্ন্তজাতিক সম্প্রদায়ের সাথে আলোচনা আরো জোরদার করতে হবে।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জনগনের দল। যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি প্রস্তুত আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সকল চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি সামনে এগিয়ে যাবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে বেগম জিয়া আর্ন্তজাতিক সম্প্রদায়সহ মায়ানমারের প্রতি আহবান জানিয়েছেন।

.

মির্জা ফখরুল বলেন-বেগম জিয়া মানবিক কারনে কক্সবাজার সফর করেছেন। তাঁর এই মানবিক সফরে হামলা চালিয়ে সরকার নিজেদেরকে সন্ত্রাসী দল হিসেবে আরেকবার প্রমান করল।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের সাধারন মানুষ বেগম জিয়াকে ভালবাসে বলেই ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রাস্তায় রাস্তায় মানুষের ঢল নামে।

তিনি আরো বলেন-হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার না করে সরকার গনতান্ত্রিক রাজনীতিকে ধংস করার আরেকটি পরিকল্পনা করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী,ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মাহবুবুর রহমান শামীম, ডা.শাহাদাত হোসেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জাফরুল ইসলাম চৌধুরী সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।