অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ২১৮টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে

0
.

চট্টগ্রামের ২১৮টি কেন্দ্রে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।আজ বুধবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১টায়। প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এক হাজার ২১২টি স্কুলের এক লাখ ৮৩ হাজার ৬০৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৮২ হাজার ৭২২ জন ছাত্র এবং এক লাখ ৮৮৫ জন ছাত্রী।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, এবছর মোট পরীক্ষার্থীর মধ্যে মহানগরীসহ চট্টগ্রাম জেলায় ১২৭টি কেন্দ্রে ৭৫৯টি স্কুলের ১ লাখ ২৮ হাজার ৯৩১ জন, চট্টগ্রাম মহানগরীতে ৩৯টি কেন্দ্রে ২০৭টি স্কুলের ৪২ হাজার ৮৪৪ জন, কক্সবাজার জেলায় ৩৩টি কেন্দ্রে ১৭২টি স্কুলের ২৬ হাজার ৭৩০জন, রাঙামাটি জেলায় ২৩টি কেন্দ্রে ১২৭টি স্কুলের ১১ হাজার ১৬২ জন, খাগড়াছড়ি জেলার ২২টি কেন্দ্রে ১০০টি স্কুলের ১১ হাজার ২৮৬ জন ও বান্দরবান জেলায় ১৩টি কেন্দ্রে ৫৪টি স্কুলের ৫ হাজার ৪৯৮ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।