অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাবেক জেলা প্রশাসক ও সীতাকুণ্ডের কৃতি সন্তান মুক্তিযোদ্বা নুরুল হকের ইন্তেকাল

1

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

.

সাবেক জেলা প্রশাসক ও যুগ্ন সচিব বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …… .. রাজিউন)।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় নগরীর আলকরনস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন বলে তার পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

মুক্তিযোদ্ধা নুরুল হক সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ আবদুল্লাহঘাটার পশ্চিমে মোবারক আলী বাড়ির মরহুম সিদ্দিক আহমদের দ্বিতীয় পুত্র এবং সাবেক প্লাটুন কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের ছোট ভাই।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ সন্তানসহ বহুগুণাগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছেলে কানাডায় অবস্থান  করায় আগামী শুক্রবার বাদজুমা তাঁর নামাজে জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে নুরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আ ম ম দিলসাদসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।

এছাড়া সীতাকুণ্ড  সমিতি-চট্টগ্রাম এর সভাপতি লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক প্রফেসর এ কে এম তফজল হক পৃথক বিবৃতিতে নুরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

১ টি মন্তব্য
  1. Tareq Mostafa বলেছেন

    ইন্নানিল্লাহি ওঢা ইন্না ইলাহি রাজিউন