অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে পিতার পর মারা গেলেন পুত্র

0
CNG-ta-agun-pic-24.2.15
গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে পুড়ে যাওয়া সিএনজি অটো। ফাইল ছবি

চট্টগ্রামের ষোলশহর বেবি সুপার মার্কেটের সামনে সিএনজিচালিত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণে আহত আবদুর রহিমের মৃত্যু হয়েছে। এনিয়ে ঘটনার পর থেকে ৩ জনের মৃত্যু হলো। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়। এর আগে গত রবিবার ঘটনার দিন মারা যান তার বাবা আবদুল আমিন মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। তিনি বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদের বরাত দিয়ে জানান, গত রবিবার বিকালে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে রহিম মারা যাবার দুইদিন পর আজ তার বাবারও মারা যান। এর আগে ঘটনার দিন মারা যান অটোরিকশার চালক মো. বজলু।

উল্লেখ্য গত শুক্রবার বিকেলে নগরীর পাচঁলাইশ বেবি সুপার মার্কেটের সামনে একটি চলন্ত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন চালক নিহত হন। আহত হন পিতা পুত্র দুজন।