অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আখতারুজ্জামান ফ্লাইওভারে ফের মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

3
.

চট্টগ্রাম মহানগরীর জিইসি এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারে আবারও মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. রেদোয়ানের (২৫)। তার বাড়ি সাতকানিয়া উপজেলার পাদুয়া ইউনিয়নে বলে জানাগেছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

এর আগে গত ৮ সেপ্টেম্বর একই ফ্লাইওভারে মোটর সাইকেল দুর্ঘটনায় আব্দুল আহাদ ও কাসিব হামিদ সাব্বির নামে দুই যুবক মারা যান।

চলতি বছরের ১ সেপ্টেম্বর আখতারুজ্জামান ফ্লাইওভার উদ্বোধনের পর এনিয়ে দ্বিতীয় বার দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটলো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ জানান, রাতে লালখান বাজার দিয়ে মোটর সাইকেল চালিয়ে রেদোয়ানের ফ্লাইওভার দিয়ে দ্রুত গতিতে জিইসির দিকে যাচ্ছিলেন এসময় তার পিছনে বসা ছিলেন তার বন্ধু মাহাবুব। জিইসি এলাকায় পৌছার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ওপর উল্টে গিয়ে দুর্ঘটনায় পতিত হয় মোটর সাইকেল। এতে রিদোয়ান ও মাহবুব গুরুত্বর আহত হন। তাদের হাসপাতালে আনার পর চিকিৎসকরা রিদোয়ানকে মৃত ঘোষণা করেন।

*আখতারুজ্জামান ফ্লাইওভারে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

 

 

৩ মন্তব্য
  1. Md Najim Nur বলেছেন

    আমিন

  2. রিয়াদ আহসান রানা বলেছেন

    আগের দুর্ঘটনা থেকে শিক্ষা নিল না।ফ্লাইওভারে সর্বোচ্ছ গতিসীমা ৩০ কি:মি:/ঘন্টা নির্ধারণ করা হলে মোটর সাইকেল গুলো তার দ্বিগুনেরও বেশি গতিতে চলে।

  3. Hasnain Mahmood বলেছেন

    গ্রামের পোলা।বাপের টেরিবাজারে দোকান অাছে।গায়ে ঘি লাগছে।মোটরবাইক নিয়ে বাহাদুরি করতে গিয়ে এ দশা। কন্ট্রোলে ছিলোনা। বাপে তো কন্ট্রোলে রাখতে পারেনাই।