অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মনে মানুষ হবার বাসনা, তাই থামতে চায় না জেএসসি পরীক্ষার্থী মেজবাহ

0

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: 

.

শারীরিক অক্ষমতা নিয়ে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে মো. মেজবাহ উদ্দিন। ফলাফল যাই হোক থামতে চায় না মেজবাহ, এমন দৃপ্তসুর মেজবাহ’র আলতো আলতো কথায়।

সে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর গোমদন্ডী উচ্চ বিদ্যালয় হতে এবারের জেএসসি পরীক্ষা দিচ্ছে। গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষা কেন্দ্রে প্রতিবেশী এক তরুণের সাথে আসে মেজবাহ।

বোয়ালখালী পৌরসভার উত্তর গোমদন্ডী জমির উদ্দিনের ছোট ছেলে মেজবাহ। দীর্ঘদিন ধরে কর্মহীন বাবার অস্বচ্ছল পরিবারে লেখাপড়া শিখে মানুষ হবার বাসনা নিয়ে বিদ্যালয় ভর্তি হয় মেজবাহ। বড় দুই ভাইয়ের প্রেরণায় তার মূল শক্তি বলে জানায় মেজবাহ।

উত্তর গোমদন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হারুন জানান, জন্মগতভাবে শারীরিক সমস্যা থাকলেও পড়ালেখা মেধা রয়েছে মেজবাহ উদ্দিনের। তবে লিখতে অনেক কষ্ট হয় তার। তাদের পরিবারের আর্থিক অবস্থাও ভালো নয়। মেজবাহ’র বড় দুই ভাই বেসরকারি প্রতিষ্ঠানে কাজকর্ম করে সংসার চালান।