অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভাটিয়ারীতে বিশাল আকৃতির অজগর আটক

1
ছবি: মামুনুর রশীদ।

খাবারের সন্ধ্যানে লোকালয়ে এসে আটকা পড়েছে বিশাল আকৃতির এক অজগর। জেলার সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের হাছনাবাদ এলাকায় মঙ্গলবার রাতে এ অজগর সাপটি ধরেছে এলাকার যুবকরা।

এটি বুধবার চিড়িয়াখানা কতৃপক্ষকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ সাব্বির। তিনি রাতে পাঠক ডট নিউজকে জানান, আটক সাপটি প্রায় ১৫ ফুট লম্বা। এটি কে কি খাওয়োবো। কিভাবে খাওয়াবো সেটাই বুঝতে পারছি না।

.

আজগর সাপটি বর্তমানে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়েছে। এটি দেখতে অসংখ্য উৎসুক মানুষ ভীড় করেছে।

জানাগেছে, পাহাড়ী এলাকা থেকে খাবারের সন্ধ্যানে প্রায় লোকালয়ে চলে আসে অজগর সাপ। সন্ধ্যা ৭টার দিকে হাছনাবাদ এলাকায় হাজি সাহাব মিয়া জামে মসজিদের পাশে (দিদার ভান্ডারীর বাড়ীর পিছনে) বিশাল অজগর সাপটি দেখতে পেয়ে এলাকাবাসীদের মনে আতঙ্ক দেখা দেয়। পরে সোহেল, রাকিব, বেলাল, মামুন, শাহেদ, তারেক, রুবেল সহ স্থানীয় কয়েক জনের সহযোগিতায় আজগরটি ধরা হয়। এবং স্থানীয় ইউপি মেম্বার সাব্বির এর কাছে হস্তান্তর করা হয়।

জানাগেছে, এর আগেও মিলেটারী এলাকায় কয়েকটি অজগর সাপ ধরা পড়েছিল।

১ টি মন্তব্য
  1. Abdullah Al Forman বলেছেন

    আটক?