অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঘরোয়া উপায়ে হোক আপনার রুপচর্চা

0

১) যাদের স্বাভাবিক অথবা তৈলাক্ত ত্বক তারা মসুরের ডাল বাটা, চন্দন ও টকদই দিয়ে ১৫ মিনিট লাগিয়ে রাখুন।তারপর মুখ ধুয়ে দেখুন, নিজেই চমকে উঠবেন।

২) অনেকেরই ব্ল্যাকহেডস হওয়ার প্রবণতা লক্ষ করা যায়।দারুচিনি গুঁড়া হাফ চামচ ও এক চামচ ময়দার একটা প্যাক বানিয়ে নাকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এমনি এমনি ব্ল্যাকহডস বেরিয়ে আসবে। এটা দিলে একটু জ্বলে এবং স্কিন লাল হয়ে যায়। কিন্তু এতে ভয়ের কিছু নেই।

৩) যাদের বয়স ২৫ এর উপরে তারা কমলা লেবুর খোসার মাস্ক ব্যাবহার করতে পারেন। কমলা লেবু বয়সের ছাপ দূর করে। ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডসও চলে যায়।

৪) যাদের মুখে ব্রন আছে তারা নিম পাতার প্যাক ব্যাবহার করতে পারেন। বাজারে অনেক ধরনের নিম পাতার প্যাক পাওয়া যায়। বেছে নিন পছন্দ মতন।

৫) একদিন পর পর বাসায় স্ক্রাবিং করতে পারেন। এতে ত্বকের গভীর হতে ময়লা বের হয়ে আসবে। চিনি, লেবু, চালের গুঁড়ো সামান্য মধুর সাথে মেশালে খুব ভাল ন্যাচারাল স্ক্রাবার হিসাবে কাজ করে। সারা শরীরেই ব্যাবহার করতে পারবেন।

৬) বাইরে থেকে ফিরে মুখের ও হাত পায়ের পোড়া দাগ দূর করার জন্য টক দই লাগিয়ে নিন।

৭) টমেটো এবং গাজরের রস মুখের বয়সের ছাপ দূর করার জন্য অনেক উপকারী। আবার রোদে পোড়া ভাব কমাতেও কাজে আসে।