অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আজ প্রিন্সিপাল মোহাম্মদ সোলায়মান এর ২৫ তম মৃত্যু বাষির্কী

0
.

আজ ১৮ নভেম্বর শনিবার বিশিষ্ট শিক্ষাবিদ লেখক গবেষক ও ভাষা সৈনিক চট্টগ্রামের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান স্যার আশুতোষ সরকারি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল মোহাম্মদ সোলায়মান এর ২৫ তম মৃত্যু বাষির্কী ।

তার মৃত্যুবাষির্কী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কুরআন খতম দোয়া মহফিল ও কবর জেয়ারতের আয়োজন করা হয়েছে।

প্রিন্সিপাল মোহাম্মদ সোলায়মান ১৯৫৪ সালে স্যার আশুতোষ কলেজে যোগ দিয়ে শিক্ষকতা পেশায় নিজেকে যুক্ত করেন। সুদীর্ঘ ৩৫ বছরের বেশি সময় তিনি শিক্ষকতা পেশায় নিযুক্ত ছিলেন। স্যার আশুতোষ কলেজ ছাড়াও তিনি ১৯৭৫ সালে অল্প কিছুদিন ওমর গণি এম ই এস কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে পুনরায় স্যার আশুতোষ কলেজে ফিরে গিয়ে এক যুগের বেশি সময় প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। বিশিষ্ট এই শিক্ষাবিদ ১৯৯২ সালের এই দিনে চট্টগ্রামের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। তাঁকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার ফালাহ গাজী মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি।