অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

0
ফাইল ছবি।

চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মোহাম্মদ মোস্তফা প্রকাশ শুক্কুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।দন্ডিত মোস্তফার হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী নতুনপাড়া এলাকার বাসিন্দা। আজ সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন চৌধুরী এই রায় ঘোষণা করেন।।

চট্টগ্রামের জেলা পিপি আ ক ম সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ মোস্তফা ওরফে শুক্কুর বর্তমানে কারাগারে রয়েছেন। তবে রায় ঘোষণার আগে তাকে আদালতে হাজির করা হয়েছিল।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী নতুনপাড়া এলাকার ২০১০ সালের ৬ এপ্রিল রাত মোস্তফা তার স্ত্রী রোজিনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। সে প্রচার করে তার স্ত্রী রোজিনা আত্মহত্যা করেছে। পরদিন রোজিনার পিতা এনিয়ে হাটহাজারী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ২০১০ সালের ১৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আজ আদালত এই মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।