অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে ডেমু ট্রেনের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

4
স্ত্রীর সাথে ব্যাংক কর্মকর্তা রাশেদ খান।

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ডেমু ট্রেনে কাটা পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত রাশেদ খান (৩৫) ওয়ান ব্যাংক মীরসরাই মিঠাছড়া বাজার শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে রিক্সায় করে যাওয়ার সময় হামজারবাগ রেল ক্রসিং এ লাইনের সাথে রিক্সা চাকা আটকে গেলে চবিগামী ডেমু ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুত্বর আহতবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জিআরপি (রেল পুলিশ) থানার ওসি শহিদুল ইসলাম পাঠক ডট নিউজকে এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, রেল লাইনের সাথে রাশেদকে বহনকারী রিক্সার চাকা আটকে গেলে সে মূহুর্তে ডেমু ট্রেন এসে পড়ে এবং রিক্সা চাপা দেয়। নিহত রাশেদ তার সাথে থাকা শিশু সন্তানকে বাঁচাতে পারলেও নিজে মারা যান।

নিহত রাশেদ মীরসরাই সদর ইউনিয়নের পূর্ব  মিঠানালা গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে। তিনি তার এক বছর বয়সী সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে শহরে এসেছিলেন বলে তার পারিবারিক সুত্র জানায়।

৪ মন্তব্য
  1. Jalal Uddin Sagor বলেছেন

    মেয়েকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

  2. Md Najim Nur বলেছেন

    আমিন

  3. তৌহিদুস সালাম নিশাদ বলেছেন

    হৃদয়বিদারক।