অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কর্ণফুলিতে ফিশিং জাহাজ থেকে ৬টন ঝাটকা আটক

0
ফা্ইল ছবি।

চট্টগ্রামের কর্ণফুলি নদীতে অভিযান চালিয়ে একটি ফিশিং জাহাজ আটক করে ৬ টন (৬ হাজার কেজি) ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে। আজ বুধবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালায় র‌্যাব-৭ ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান পাঠক ডট নিউজকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সাগরে ঝাটকা ইলিশের বংশ বিস্তারে ঝাটকা ধরা নিষেধ রয়েছে। কিন্তু কিছু আসাধু মৎস্যজীবি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে  ঝাটকা ধরা অব্যাহত রেখেছে।

আজ এক অভিযানে কর্ণফুলি নদীতে টানা ৬ ঘন্টা অভিযান পরিচালনা করে সমুদ্রগামী ফিশিং জাহাজ এফভি সি হার্ট এ অভিযান চালিয়ে ৬টন ঝাটকা ইলিশ জব্দ এবং ঝাটকা নিধনের অভিযোগে ভ্রাম্যমান আদালত জাহাজের মালিককে ৫০ হাজার টাকা জারমানা করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।