অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দুই সাংবাদিক নেতার উপর হামলাকারী মূল হোতাদের গ্রেফতারের দাবী

0
.

চট্টগ্রামে দুই সাংবাদিক নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশে বক্তারা বলেছেন, সাংবাদিকদের উপর হামলাকারীদের ইন্ধনদাতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক সাজা না হলে সাধারণ জনতা ও পেশাজীবীদের নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামবে চট্টগ্রামের সাংবাদিক সমাজ।

একই সাথে সাংবাদিক পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে সন্ত্রাসীরা বারবার হামলা চালাবে সাধারণ মানুষের উপর।

শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিইউজে টিভি ইউনিট, চট্টগ্রাম টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন ও চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সভাপতিত্বে এবং সিইউজে টিভি ইউনিটের ডেপুটি ইউনিট প্রধান মাসুদুল হক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সন্ত্রাসী হামলায় আহত সিইউজের যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, চট্টগ্রাম প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক রোকসারুল ইসলাম, সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলোকময় তলাপাত্র, সিইউজের ইউনিট নেতা আবদুর রউফ পাটোয়ারী, সিইউজের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম, বিজয় টিভির ব্যুরো চিফ পুলক সরকার, সিইউজে সদস্য আজিজুল কদির, প্রীতম দাশ, জোবায়ের জুয়েল প্রমূখ।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাম্মদ ইদ্রিস, কর সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবসার, যুবলীগ নেতা সুমন দেবনাথ, সীতাকুণ্ডে প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু প্রমূখ।

সমাবেশে উপস্থিত ছিলেন পাঠক ডট নিউজ সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, সিইউজের সদস্য সাংবাদিক প্রদীপ নন্দী, রেজা মোজাম্মেল, সদস্য বিপ্লব মজুমদার, মো. হাসান, চম্পক চক্রবর্তী, নয়ন চক্রবর্তী, মঞ্জুরুল ইসলাম ও মোকতার হোসাইন বাবু প্রমুখ।