অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এস আলম গ্রুপের অর্থের উৎস খোঁজা হচ্ছে

20
.

আলোচিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের অর্থের উৎস খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রবিবার সন্ধ্যায় সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তাদের (এস আলম গ্রুপ) ঋণ কী আছে, আমরা খোঁজ নিচ্ছি। বিশেষ করে অর্থের উৎস…।

“আমার ধারণা, বেশিরভাগ অর্থই অন্য ব্যাংক থেকে ধার করা। আমরা খবর-টবর নিচ্ছি। সারা দেশে তাদের সম্পদের পরিমাণ কত, তা জানার চেষ্টা করছি। তাদের আয় সম্পর্কেও জানতে উদ্যোগ নিয়েছি।”

বাংলাদেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকের বেশিরভাগ শেয়ারের মালিক এখন এস আলম গ্রুপ। এই গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের নামে কেনা হয়েছে এই সব শেয়ার।

একইভাবে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডেরও (এসআইবিএল) বেশিরভাগ শেয়ার কিনে নিয়েছে এস আলম গ্রুপ।

এছাড়া বেসরকারি খাতের আরও কয়েকটি ব্যাংকের মালিকানা কিনে নেওয়ার খবরও গণমাধ্যমে এসেছে।

এস আলম গ্রুপ কি ব্যাংকগুলো দখল করে নিচ্ছে- এক সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে মুহিত বলেন “বিষয়টি আমার নজরে এসেছে। তারা কী করছে, না করছে, তা দেখার জন্য বাংলাদেশ ব্যাংককে বলেছি।”

কিছুদিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিকানাও কিনে নিয়েছে এস আলম গ্রুপ। এই গ্রুপের নামে আরও টিভি চ্যানেলের লাইসেন্সও রয়েছে। সুত্র- বিডিনিউজ

২০ মন্তব্য
  1. Omar Farok Omar Farok বলেছেন

    ওনি পটিয়ার মানুষের জন্য অনেক কিছু করেছেন হাজার হাজার ছেলে মেয়ে বিনা পয়সায় চাকরি দিয়েছেন

  2. Alamgir Noor Chittagong বলেছেন

    প্রধানমন্ত্রীর অর্থের উৎসই এস. আলম গ্রুপের অর্থের উৎস।

  3. Hamed Billah বলেছেন

    natok

  4. Shahed Akboer বলেছেন

    টাকা ভাগ কম গেছে মনে হয়

  5. Md Hamidul Islam বলেছেন

    সরকার এরকম করে করে দেশের সব বানিজ্যিক কেন্দ্র বন্দ করে দেশের জনগনকে পথের ফকির বানাইবে ইতি পূর্বে ডেসটিনি,ইনিফে টু, সহ অসংখ্য বানিজ্য বন্ধ করে জনগনকে পথে বসিয়েছে

  6. Sayed Iquram Shafi বলেছেন

    আমার হাসি পেলো! যারা অর্থের খোঁজ নিতে যাবে-তাদের তো ম্যানেজ করা হবে।

    1. Saiful Islam Shilpi বলেছেন

      ভাগ ভাটোয়ারায় কম পড়েছে তাই একটু হুমকি ধমকি আরকি..

    2. Sayed Iquram Shafi বলেছেন

      তাই হবে হয়তো!

  7. Mahbubur Rahman বলেছেন

    টাকার উৎস ব্যাংক

  8. Hamed Billah বলেছেন

    লাল্লু কুত্তা হিওল্লার ভাইসাব

  9. Nill Neel বলেছেন

    পটিয়াবাসী রাস্তায় নামি আন্দোলন করবে

  10. Mir Ekramuddin Alamgir বলেছেন

    Essential

  11. Md Mahabub Rahman বলেছেন

    পিরিতি কমে গেছে নাকি!

  12. Muhammad Eman Uddin বলেছেন

    খোঁজবেই,
    সরকারি ভান্ড শেষ। বেসরকারি ব্যাংকের দফা রফা করে ফেলেছে গো ভাই। গ্রামীন খনি শেষ করে ইসলামিটাও মনে হয় শেষের পথে। তাই নতুন কুয়া খনন করতে হচ্ছে আরকি।

    1. Saiful Islam Shilpi বলেছেন

      ইসলামী ব্যাংকের অবস্থা ইতোমধ্যে ১২টা বেজে গেছে। এখন সোস্যাল ইভেস্ট ব্যাংক তাদের খপ্পরে। ক্রমান্বয়ে দেশের সব বেসরকারী ব্যাংক অর্থনীতি খাত ধ্বংস করে দিবে। যাতে আগামী যারা ক্ষমতায় আসে তারা বেকায়দায় পড়ে যায়।

  13. Forhadul Haque Forhadul বলেছেন

    পটিয়ার জন মানুষের প্রাণের নেতা যা হাজারও প্রমাণ জনতা।

  14. Abutaleb Bachchu বলেছেন

    দেশে / জগত জুড়ে এতো পগলের পাগলামি দেখেছি, উদ্মাদ ধরণের দেখেনি।

  15. Kayum Abdullah Al বলেছেন

    শিল্পী ভাইয়ের কথা শতভাগ সত্য।

  16. Mostafa Nur বলেছেন

    কিছু ভাগ দিলে চলবে

  17. nasir uddin বলেছেন

    কারণ উনি চাটগাঁর মানুষ