অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বেগম জিয়ার গাড়ী বহরে হামলার ঘটনায় জামিন পেলেন ডা: শাহাদাত

0
.

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফরকালে ফেনীতে সরকার দলীয় সন্ত্রাসীদের গাড়ী বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে ১০ সাপ্তাহের আগাম জামিন পেয়েছন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন। একই সাথে তাকে কেন স্থায়ী দেয়া হবেনা সে বিষয়ে রুল জারি করা হয়।

উচ্চ আদালতের বিচারক মিফতা উদ্দিন ও বিচারক আবু তাহের এবং সফিউর রহমান গঠিন বেঞ্চ এই জামিন দেন।

আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট আবদুস সালাম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে ড. শাহাদাতের জামিন আবেদনের পক্ষে ছিলেন সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনীরুজ্জামান কবীর।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় বিশেষ আইনে এ মামলাটি দায়ের করা হয়। মামলায় আদালত ডা. শাহাদাতকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। একইসঙ্গে এ মামলা কেন বাতিল করা হবে না, এ মর্মে শোকজও করেছেন।